কলকাতা, ১৯ জানুয়ারি- ভাঙড়ের অশান্তিতে মন্ত্রী রেজ্জাক মোল্লার ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূল। স্থানীয় রাজনীতির রাশ পেতে তিনি নেতিবাচক ভূমিকা নিয়েছেন বলে মনে করছেন দলীয় নেতৃত্ব। এমনকী, সরকারি প্রকল্প সরিয়ে নেওয়ার খেসারত দিতে হতে পারে তাঁকে। ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। তবে রেজ্জাক তৃণমূলে যোগ দেওয়ার পর তার চরিত্র বদলে যায়। দলের মনোনয়ন না পেলেও এই অঞ্চলে নিজের প্রভাব ধরে রাখতে বরাবরই সক্রিয় প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। আর আরাবুলকে ডিঙিয়ে এলাকায় প্রভাব বাড়াতে সক্রিয় সিপিএম ছেড়ে তৃণমূলে আসা রেজ্জাক। আরাবুলের জায়গায় বিধায়ক হলেও দলে তেমন প্রাধান্য কখনওই পাননি রেজ্জাক। শুধু তাই নয়, দলীয় নেতৃত্বের আস্থাভাজন হিসাবে স্থানীয়স্তরেও কর্তৃত্ব রয়েছে আরাবুলের হাতেই। তৃণমূলের এক শীর্ষনেতার কথায়, পাওয়ার গ্রিড প্রকল্প নিয়ে অশান্তির পিছনে এই বিরোধের ভূমিকা রয়েছে। দলের একাংশের নেতিবাচক ভূমিকাই মানুষকে বিভ্রান্ত করেছে। ২০১৩ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে গেলেও এতদিন পরে এই বিক্ষোভ কেন, তা নিয়ে আলোচনা হয়েছে দলের অন্দরে। এই ঘটনায় আরাবুলের পাশে রয়েছে দলীয় নেতৃত্বের একটা বড় অংশই। মঙ্গলবার অশান্তির ২৪ ঘণ্টার মধ্যে দলের সহ-সভাপতি মুকুল রায়ের সঙ্গে আরাবুলকে পাঠিয়ে সেই বার্তাই দিয়েছে তৃণমূল। দলের অভ্যন্তরীণ বিরোধের পাশাপাশি বিক্ষোভ মোকাবিলায় গত তিন-চারদিন পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ রয়েছে শীর্ষ নেতৃত্বের মধ্যে। বিশেষ করে ভাঙড়ের বিক্ষোভ মোকাবিলায় দলীয়স্তরে জেলা ও রাজ্য নেতৃত্ব যৌথভাবে কর্মসূচি নির্দিষ্ট করার পর আচমকা পুলিশি ধরপাকড়ই পরিস্থিতি অশান্ত করেছে বলে মনে করছেন তাঁরা। দলীয় সূত্রে খবর, বিক্ষোভকারী গ্রামবাসীদের মধ্যে থেকে বাছাই করে কয়েকজনের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছিলেন তৃণমূলের নেতারা। সেই রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত এক তৃণমূলনেতার কথায়, গ্রামবাসীদের সঙ্গে দলের যোগাযোগে সমস্যা ছিল। পুলিশও পরিস্থিতি বুঝতে ভুল করেছে। তবে বিক্ষোভ এবং তার জেরে জোড়া মৃত্যুর পর ভাঙড়ের প্রশাসনিক কর্তব্য নির্ধারণের দায়িত্ব পুরোপুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেখানে রাজনৈতিক কাজকর্মও স্থির করছেন তৃণমূলনেত্রীই। দলের প্রায় সর্বস্তরের নেতাদের এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iUOJBQ
January 19, 2017 at 08:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top