ইসলামাবাদ, ০৭ জানুয়ারি- বয়স ৪২ বছর। এই বয়সেও অবশ্য নিজেকে দারুণভাবে মেলে ধরছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়া সফরটা ভালো কাটেনি। তার ব্যাট তো মোটে হাসলোই না। শেষ পর্যন্ত হাসেনি দলও। যে কারণে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এখন তো মিসবাহর শেষই দেখে ফেলেছেন অনেকে। পাকিস্তানের সাবেকরাও যোগ দিয়েছেন সেই দলে। রমিজ রাজা, ওয়াসিম আকরামরা প্রকাশ্যেই মত দিচ্ছেন, মিসবাহকে এখন খেলাটা ছেড়ে দেয়াই ভালো। দলকে অনেক দিয়েছেন অধিনায়ক! রমিজ রাজা বলেন, আমি মনে করি, মিসবাহর সময় ফুরিয়ে গেছে। প্রত্যেক ক্রিকেটারই এমন একটি পর্যায়ের মধ্য দিয়ে যায়। মিসবাহ দলকে অনেক কিছুই দিয়েছে। তাই এখনই সময় বিদায় জানানোর। ওয়াসিম আকরাম বলেন, এটা আমার কোনো আহ্বান নয়। তবে আমি মনে করি, এই অবস্থায় আমি থাকলে খেলাটা ছেড়ে দিতাম। অনেক অর্জন হয়েছে। আর/১০:১৪/০৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jnJ4pm
January 08, 2017 at 05:27AM
07 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top