মুম্বাই, ২২ জানুয়ারি- গতবছরের শেষের দিকে হঠাৎ করেই আসে এই নিষেধাজ্ঞা। ভারতে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের আসা বন্ধ। কারণ কাশ্মীর সীমান্তের বিখ্যাত উরির হামলা। তাই কোনোভাবেই পাকিস্তানি তারকারা ভারতে পা রাখতে পারবেন না। সেই নিষেধাজ্ঞার আয়তায় আছেন রইস ছবির নায়িকা মাহিরা খান। আর তাই মাহিরার জন্য নতুন প্রচারণার কৌশল বেছে নিলেন ছবির নির্মাতা। ছবিটির প্রধান অভিনেতা শাহরুখ খান। আর তাই ছবিটি মুক্তিতে বাধা দেয়নি নবনির্মাণ সেনারা। কিন্তু নিষেধাজ্ঞা বহাল ছিল মাহিরার জন্য। তাই ছবি মুক্তির আগে শেষ সময়ে রইস প্রচারে দুবাইয়ে যাচ্ছে ছবির টিম। দুবাইয়ে শাহরুখ ভক্ত কোনো অংশে কম নেই। তাই ভারতে না আসতে পারলেও দুবাইয়ে ছবির প্রচারে টিম রইসএর সঙ্গে থাকছেন মাহিরা। শুধু দুবাইতেই নয়। ছবির প্রচারণার জন্য শাহরুখ রেখেছেন আরেক চমক। রইস ছবির প্রচারে মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত ট্রেনে সফর করবেন বলিউড বাদশা। বুধবার মুক্তি পেতে চলেছে রাহুল ঢোলাকিয়া পরিচালিত রইস। তার আগে সোমবার এই ট্রেন যাত্রায় শাহরুখের সঙ্গে ছবির অন্যান্য কলাকুশলীরাও থাকবেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাহুল ঢোলাকিয়া পরিচালিত ছবিটিতে শাহরুখ এবং মাহিরা ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। রেডচিলিস এন্টারটেইনমেন্ট এবং এক্সেল এন্টারটেইনমেন্ট নির্মিত রইস মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। সূত্র- ইনইউথ.কম, টাইমস অব ইন্ডিয়া আর/১০:১৪/২২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j18pAS
January 23, 2017 at 04:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top