ঢাকা, ২৬ জানুয়ারি- দীর্ঘদিনের অজ্ঞাতবাস কাটিয়ে ঢাকায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আগামী মাস থেকে কাজে ফিরবেন তিনি। শুটিংয়ের প্রথম দিনই কোথায় ছিলেন, কেমন ছিলেনসবটাই জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অপু। এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিব-অপুর থেমে থাকা রাজনীতি ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। অপু কাজে ফিরলেই নতুন করে রাজনীতির কাজ শুরু করার আশাবাদ জানান তিনি। বুলবুল বিশ্বাস বলেন, খবর শুনে অনেক ভালো লাগছে। তিনি (অপু বিশ্বাস) ঢাকায় ফিরেছেন। আমি প্রথম ছবিই শুরু করেছি শাকিব খান-অপু বিশ্বাসকে জুটি করে। সবাই জানেন যে এটি অনেক বড় বাজেটের একটি ছবি। চলচ্চিত্রের এই খারাপ সময়েও প্রায় আড়াই কোটি টাকার বাজেট নিয়ে কাজটি শুরু করেছি। দিদি হঠাৎ নিখোঁজ হওয়ার পর অনেকভাবে চেষ্টা করেছি যোগাযোগ করার, না পেয়ে যতটুকু কাজ হয়েছিলপ্রথমে বাধ্য হয়ে সেটুকু দিয়েই ছবিটি সেন্সরের জন্য তৈরি করেছিলাম। মন খারাপ ছিল যে তিনটি সিক্যুয়েন্স বাকি ছিল, এগুলো করতে না পেয়ে আরো দুটি সিক্যুয়েন্স ফেলে দিতে হয়েছিল। বিষয়টি নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। এখন উনি ফিরে এলে আবার নতুন করে শুটিংয়ের আয়োজন করব। প্রযোজককেও এ বিষয়ে জানাব। যেহেতু ছবি সেন্সরের জন্য প্রায় প্রস্তুত, তাই আমরা জানি আর কী কী শুটিং করলে দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে পারব। অপু বিশ্বাস কোনো যোগাযোগ করেছিলেন কি-না জানতে চাইলে বুলবুল বিশ্বাস বলেন, আমি এই খবরটা গণমাধ্যমের খবরে জেনেছি। আমার সঙ্গে ওনার কোনো যোগাযোগ হয়নি। গত ডিসেম্বরে এফডিসিতে পুরান ঢাকার শাঁখারীবাজারের রূপ দিয়ে একটি সেট বানিয়ে শুটিং করেছিলাম। এর পর থেকেই দীর্ঘ সময় তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি। ফোন বন্ধ, ইন্ডাস্ট্রিরও কেউ বলতে পারছেন না তিনি কোথায় বা কী অবস্থা, তিনি দেশে রয়েছেন নাকি বিদেশে! তবে আমার বিশ্বাস ছিল, তিনি ফিরে আসবেন। রাজনীতি ছবিতে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া। ছবিটির গান করছেন ফুয়াদ ও অদিত। আর/১০:১৪/২৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kxnb7z
January 27, 2017 at 04:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top