ডাক্তারের অভাবে মৃত্যু এক ট্রেন যাত্রীর

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ ট্রেনে গুরুতর অসুস্থ হলেন এক ব্যক্তি। অভিযোগ, ডাক্তারের অনুপস্থিতি ও প্রশাসনের অবহেলায় মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকায়। নিজের ব্যক্তিগত কাজে দার্জিলিং মেলে একাই শিয়ালদহ থেকে শিলিগুড়ি আসছিলেন মলয় কুমার রায় (৪০)।

জানা যায়, কিশানগঞ্জ স্টেশনে ট্রেন থেকে নেমে চা কিনতে নেমে অসুস্থতা বোধ করেন মলয়বাবু। পরে এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়। এনজেপি-তে পৌঁছে স্টেশনে সকাল ৮.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত অপেক্ষা করা হয় ডাক্তারের। কিন্তু দেখা মেলেনি কোনো ডাক্তারের। ফলে ডাক্তারের অভাবে মৃত্যু হল মলয়বাবুর।

প্রসঙ্গত, মলয় কুমার রায় ছিলেন প্রাক্তন সিবিআই অফিসার। আড়াই মাস আগেই ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নেন তিনি। পুরনো নোট বাতিলের  পর পরই ডিসেম্বর মাসে নতুন ২০০০ টাকার ২ লক্ষ টাকার নোট সহ ধরা পড়েন মাটিগাড়া থানার পুলিশের কাছে। বন্ধু শ্যামল সরকার মলয়বাবুর মৃত্যুর জন্য ডাক্তারের অনুপস্থিতিকেই দায়ী করেছেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2kmeIUH

January 24, 2017 at 02:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top