উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ লোভী জাদুকরের গল্পে যা হয় আর কী! জাদুকরের ইচ্ছে হল কোনো নদীর জলে মন্ত্র পড়ে এমন কিছু করে দেবেন, যাতে যে-ই সেই জল ছোঁবে, সে-ই পাথর হয়ে যাবে। নদী নয়, বাস্তবে ইংল্যান্ডের নেয়ার্সবরো শহরে আছে রহস্যময় একটি কুয়ো, যার জল সব কিছুকে পাথর করে দেয়। আশ্চর্য এই ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত এই কুয়ো। এর মধ্য গাছের পাতা বা কাঠের টুকরো পড়ার কিছুক্ষণের মধ্যেই তা জমে পাথর হয়ে যায়। এর ছেকেই ছড়িয়েছে আতঙ্ক।
ভয়ে অনেকেই কুয়োর ধারে যেতে চান না। আর যদি কেউ একবার পড়ে যান তাহলে তো রক্ষা নেই!
তবে সাহস করে কেউ কেউ উপর থেকে টুপি, জুতো, রুমাল সহ বিভিন্ন জিনিস কুয়োর জলে ফেলেছেন। তাঁরা শঙ্কিত হয়ে দেখেছেন কিছুক্ষণ পরেই সেসব পাথর হয়ে গিয়েছে।
তবে বিজ্ঞানীদের ধারণা, জলে এমন কিছু রয়েছে, যার রাসায়নিক বিক্রিয়ায় সবকিছু পাথর হয়ে যাচ্ছে।
খবর নিয়ে সাংবাদিকরা জানতে পেরেছেন, দু’শো-আড়াইশো বছর ধরেই এই কুয়োর এই দশা চলছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2iP6T5y
January 13, 2017 at 07:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.