পাটনায় নৌকাডুবিতে মৃত ২৫

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, পাটনাঃ ৪০ জনেরও বেশি যাত্রীকে নিয়ে শনিবার পাটনার এনআইটি ঘাট থেকে রওনা দেয় একটি নৌকা। কিছুক্ষণের মধ্যেই গঙ্গায় উল্টে যায় নৌকাটি। ঘটনাস্থলে মারা যান অনেকে। এখনও পর্যন্ত নৌকাডুবিতে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে এই সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার সারারাত চলেছে উদ্ধার কাজ।

এদিন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু চার লক্ষ টাকা এবং গুরুতর আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে এদিন মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

প্রশাসনিক সূত্রের খবর, ছোট নৌকায় এত লোক একসঙ্গে সওয়ার হওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর তীরে পুলিশ মোতায়েন ছিল না বলে এমন দুর্ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত করা হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2iW8SF2

January 15, 2017 at 05:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top