অন্টারিও, ২৫ জানুয়ারি- গত ১৭ই জানুয়ারি,মঙ্গলবার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ক্যাথলিন উইন অপ্রত্যাশিতভাবে এক সংক্ষিপ্ত নোটিশে বার্চমাউন্ট ব্লাফস নেইবারহুড সেন্টারে চলমান বাংলা প্রোগ্রামর কার্যক্রম দেখতে আগ্রহ প্রকাশ করেন এবং স্বশরীরে উপস্থিত হয়ে সবাইকে আনন্দে উদ্ভাসিত করে দেন। এ কার্যক্রমের নির্বাহী পরিচালক এনরিক রবার্টের সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর এ কার্যক্রমের কো-অরডিনেটর আফসানা চৌধুরী বলেন-বিবিএনসি ও ডব্লিউ.এস.এন.সিতে নিয়মিত যে বাংলা প্রোগ্রাম পরিচালিত হয়ে আসছে তা মূলত: কার্যক্রমে অন্তর্ভুক্ত সদস্যদের দৈহিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিশেষ অবদান রাখছে। এ ব্যাপারে আফসানা চৌধুরী বাংলা প্রোগ্রামটি চলমান রাখা ও আরো শক্তিশালী করতে প্রিমিয়ারের দৃষ্টি আকর্ষণ করেন। অত:পর প্রিমিয়ার ক্যাথলিন উইন তার সংক্ষিপ্ত ভাষণে চলমান বাংলা প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তার আসার সুযোগ করে দেয়ার জন্য সংস্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য,মি.বেরাইনেটি এম.পি এবং বিবি এন সির ম্যানেজার ডেভিড মেয়ারস সে সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে মাননীয় প্রিমিয়ারকে বিভিন্ন বিষয়ে অবহিত করেন। অনুষ্ঠানের অন্তিমে বাংলা প্রোগ্রামের সদস্যগণ কর্তৃক পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ক্যাথলিন উইন উপভোগ করেন। এক পর্যায়ে ক্যাথলিন উইন পরিবেশিত নৃত্যানুস্ঠানের সদস্যদের সাথে নিজেও নৃত্যে অংশগ্রহণ করেন। আর/১০:১৪/২৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jRZdRi
January 26, 2017 at 04:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top