জগন্নাথপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে : আহত ২৫

jagannathpur-pic-10-01-2017

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: উপজেলার জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে মঙ্গলবার দুপুরে সিলেট কদমতলী থেকে ছেড়ে আসা জগন্নাথপুর বাসস্ট্যান্ড অভিমূখী একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর পাবলিক হাই স্কুলের অদূরে চালক নিয়ন্ত্রন হারালে বাসটি সড়কের বাম পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের কমপক্ষে ২৫জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামের মনোহর আলীর পুত্র দিলোয়ার হোসেন (২৩) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামের মৃত আমিন মিয়ার পুত্র শুকুর আলী (৪৫), ইসহাক আলীর পুত্র আক্তার হোসেন (২২), মনফর আলীর পুত্র আনহার মিয়া (৩৪), আমিনপুর গ্রামের বুরহান উদ্দিনের পুত্র তাওহীদ মিয়া (২১), চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আব্দুল হেকিমের পুত্র আবু খয়ের (৩৫), আব্দুস সামাদের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫), দিরাই উপজেলার টংগর গ্রামের রমজান আলীর পুত্র সোরওয়াদী খান (২৫) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জাদবপুর গ্রামের রাশেদুনের পুত্র হাবিবুল্লাহ বেলালী (২৬)কে জগন্নাথপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিতসা দেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহি বাসটি ইসহাকপুর নামকস্থানে সড়কের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রন হারালে সড়কের বাম দিকে বাসটি ছিটকে খাদে পড়ে উল্টে যায়। এসময় যাত্রীদের বাচাঁও বাচাঁও আর্তনাদে স্থানীয় লোকজন ছুটে গিয়ে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করেন। দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর বাসস্ট্যান্ডের দায়িত্বরত আব্দুল করিম

গেদন মেম্বার, গোলাম আলী, নুরুল ইসলাম, ছামির আলী ও শ্রমিক সমিতির সাবেক সভাপতি রব্বানী মিয়াসহ সংশ্লিষ্টরা দুর্ঘনাস্থলে ছুটে যান এবং আহত যাত্রীদের চিকিৎসা ব্যবস্থার খোজ খবর নেন। দুর্ঘনাস্থলে ছুটে আসা শত শত জনসাধারন সবুজ সিলেটকে দুর্ঘটনার চিত্র বর্ননা করে ক্ষোভ প্রকাশ করে জানান, এলজিইডি দপ্তরের সড়কটি যেমনি ছোট তার চাইতে ভয়াবহ খানা খন্দক আর গর্তের কারনে প্রতিদিন এ সড়কে দুর্ঘনা ঘটেছে এবং যানবাহনগুলো বিকল হয়ে পড়ছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jejOys

January 10, 2017 at 09:26PM
10 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top