ঢাকা, ২২ জানুয়ারি- কপিল দেব, জ্যাক ক্যালিস, শহিদ আফ্রিদির মতো অলরাউন্ডারদের পাশে এখন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে নয় হাজার রান ও ৪৫০ উইকেট শিকারের কীর্তি কপিল-ক্যালিস-আফ্রিদির মতো সাকিবেরও। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ৭৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। এ ইনিংসের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। দ্বিতীয় দিনে আরো একটি মাইলফলক স্পর্শ করেন তিনি। দিনের শেষ দিকে দ্রুত ফিরিয়ে দেন মিশেল স্যান্টনার, বিজে ওয়াটলিং ও কলিন গ্র্যান্ডহোমকে। তার ঘূর্ণিতে খেলায় ফিরে আসে বাংলাদেশ। আর এ তিন উইকেট শিকার করে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। ৪৫০ উইকেট পূর্ণ করার জন্য সাকিবের দরকার ছিলো দুইটি উইকেট। স্যান্টনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ৪৪৯ তম উইকেট পান তিনি। এরপর বিজে ওয়াটলিংও ফিরে যান। ইনসাইড এজ হয়ে বোল্ড হন ওয়াটলিং। এ উইকেট দিয়ে ৪৫০ উইকেট পূরণ হয় সাকিবের। একই ওভারে গ্র্যান্ডহোমকে বোল্ড করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫১ উইকেট নিয়ে এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। তারপরে রয়েছে মাশরাফি বিন মুর্তাজা ও আব্দুর রাজ্জাকের নাম। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এখন ৩৬ নম্বরে আছেন সাকিব আল হাসান। ৯০০০ রান ও ৪৫০ উইকেট শিকার করা অলরাউন্ডারদের মধ্যে চতুর্থ ক্রিকেটার তিনি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kfAxFu
January 22, 2017 at 06:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top