উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ শুক্রবার শিলিগুড়িতে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সিদ্ধার্থ দত্ত বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে ধর্মঘট পালন করবেন ব্যাঙ্ক কর্মীরা। ১০ ফেব্রুয়ারি সেন্ট্রাল ব্যাঙ্কের পক্ষ থেকে এই রাজ্যে হবে ব্যাঙ্ক ধর্মঘট। আবার আগামী ২৯ মার্চেও হবে সমগ্র দেশে ব্যাঙ্ক ধর্মঘট।
নোট বাতিলের জেরে মানুষের দুর্দশার অভিযোগে ফেব্রুয়ারি ও মার্চে তিন দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মী সংগঠন।
আজ শিলিগুড়িতে সেন্ট্রাল ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নের কর্তারা অভিযোগ করেন, গ্রামাঞ্চলে কর্মী নিয়োগ খুব কম করা হচ্ছে। ফলে ব্যাঙ্কগুলিতে ঠিকমতো পরিষেবা দেওয়া যাচ্ছে না। ছোট ছোট কাজের জন্যেও বারবার ব্যাংকে ঘুরতে হচ্ছে গ্রাহকদের। এর জেরে হেনস্থা হচ্ছেন ব্যাঙ্কের কর্মীরা।
গোটা উত্তরবঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের সাড়ে তিন হাজারেরও বেশি এটিএম রয়েছে। তবে অধিকাংশ এটিএমেই একশো ও পাঁচশো টাকার নোট মিলছে না। পাওয়া যাচ্ছে শুধু দু হাজার টাকার নোট।
নোট বাতিলের পর বেসরকারি ব্যাঙ্কগুলিতেও বেশকিছু অনিয়ম সামনে আসছে। ব্যাংকের কর্মীদের দাবি, নতুন নোট যেখানে দূর্লভ ছিল, সেখানে সমাজের কিছু প্রভাবশালী মানুষের কাছে বিপুল পরিমাণে নতুন নোট কিভাবে চলে এল সেবিষয়ে খতিয়ে দেখে সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হোক কেন্দ্রের তরফে।
from Uttarbanga Sambad http://ift.tt/2ktbk7f
January 27, 2017 at 08:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন