নাঙ্গলকোটে ঐতিহ্যবাহী ঠান্ডাকালী মেলা

নাঙ্গলকোট প্রতিনিধি ● নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির হাজার বছরের ঐতিহ্যবাহী ঠান্ডাকালীবাড়ী মেলা গতকাল শনিবার ভোর থেকে সন্ধা পর্যন্ত এই মেলা চলছে। সূত্রে জানায়, যুগ যুগ ধরে এখানে প্রতি বছর বাংলা পহেলা মাঘ মেলাটি বসেন। মেলাতে কুমিল্লা জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ জন এসে মেলাটি উপভোগ করেন।

প্রশাসনের পক্ষ থেকে বিশৃংখলা এড়াতে আইন-শৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে। মেলাতে হাট বসেছে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছের, কৃষি সামগ্রী, শিশুদের বিনোদনের জন্য নাগর দোলা, চরকি, ও খেলনা সামগ্রী। এই রিপোর্ট লেখা পর্যন্ত মেলা চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ জানান, মেলাতে জুয়া বন্ধের জন্য প্রচুর পরিমাণ আইন শৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে। এবার যারা মেলাতে এসেছে তারা শান্তিপূর্ণ ভাবে মেলা উপভোগ করেছেন।

The post নাঙ্গলকোটে ঐতিহ্যবাহী ঠান্ডাকালী মেলা appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2inYuKg

January 14, 2017 at 09:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top