মস্কো, ০৫ জানুয়ারি- গ্রিগর দিমিত্রভের সঙ্গে ব্রেক-আপ হয়ে গিয়েছে অনেক দিন হল। তারপর দেড়বছর স্টেটাস ছিল সিঙ্গল। যে সমস্ত শারপোভা ভক্তরা এতদিন এই জন্য উৎফুল্ল ছিলেন, তাদের পক্ষে ফের দুঃসংবাদ। সিঙ্গল থেকে ফের কি তিনি মিঙ্গলড হয়ে গিয়েছেন না কি খুব তাড়াতাড়ি হতে চলেছেন সেটাই আপাতত টপ সিক্রেট! বর্তমানে ওয়াডার শাস্তিতে ১৫ মাস কোর্টের বাইরে কাটাচ্ছেন টেনিস সুন্দরী। চলতি বছরের মাঝামাঝি ফরাসি ওপেনেই নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর। তবে সেটা খবর নয়, মাশার রিলেশনশিপ স্টেটাস নিয়েই আপাতত গুঞ্জন টেনিস দুনিয়ায়। নতুন বছরের ছুটি কাটাতে আপাতত বন্ধুদের সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জের লানাই-য়ে ছুটি কাটাচ্ছেন তিনি। বন্ধুদের এই গ্রুপেই রয়েছেন শারাপোভার সেই বিশেষ বন্ধু। বিকিনি পরিহিত লাস্যময়ী শারাপোভার সঙ্গে সেই স্পেশ্যাল বন্ধুর ঘনিষ্ঠ ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়। ২৯ বছরের মাশার কালো বিকিনি পরা ছবি গনগনে উত্তাপ যেমন ছড়িয়েছে, তেমনই আশঙ্কাও ছড়িয়েছে সমর্থকদের মনে! মোহময়ী মাশায় হৃৎকম্প ভক্তদের ইনস্টাগ্রামেও উইন্টার ভেকেশনের ছবি পোস্ট করে সমর্থকদের নিয়মিত আপডেট দিয়ে চলেছেন তিনি। সেখানেই একটি ছবির ক্যাপশন শারাপোভার নতুন সম্পর্কের ব্যাপারে ইন্ধন জুগিয়েছে, যেখানে তিনি লিখেছেন, বিকজ হোয়াই নট!এমন খবরে মাশা-মুগ্ধ ভক্তদের হৃদয়ে ব্যথা যে বাড়ল, তাতে সন্দেহ নেই।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hV4OIG
January 06, 2017 at 03:56AM
05 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top