নাইটদের বোলিং কোচ হলেন বালাজি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ সময় দিতে না পারায় দশম আইপিএলের জন্য কিছুটা অনিচ্ছা সত্ত্বেও দলের মেন্টর তথা বোলিং কোচ ওয়াসিম আক্রামকে কলকাতা নাইট রাইডার্স ছাড়তে বাধ্য হয়েছিল। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির তরফে কিংবদন্তি আক্রামের বদলে জাতীয় দলের প্রাক্তন পেসার লক্ষ্মীপতি বালাজির নাম ঘোষণা করা হল। ২০১২ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে চেন্নাইয়ে কেকেআর যখন প্রথম চ্যাম্পিয়ন হয়, সেই দলের অন্যতম সদস্য ছিলেন বালাজি। পাশপাশি তামিলনাডুর রনজি দলের কোচের দায়িত্বও সামলেছিলেন তিনি। নতুন বছরে কেকেআরের বোলিং কোচের দায়িত্ব পেয়ে আপ্লুত বালাজি বলেছেন, ‘কেকেআরে ক্রিকেটার হিসেবে দারুণ সময় কাটিয়েছি। সাফল্যও পেয়েছিলাম আমরা। এবার কোচ হিসেবে সেই সাফল্য ফিরিয়ে আনতে চাই।’



from Uttarbanga Sambad http://ift.tt/2iDof63

January 04, 2017 at 08:11PM
04 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top