ওয়েলিংটন, ১৩ জানুয়ারি- এতোদিন পাকিস্তানের বিপক্ষে ১৪৪ রানই ছিল টেস্টে সাকিব আল হাসানের সর্বোচ্চ সংগ্রহ। শুক্রবার সেটাও ছাপিয়ে গেলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫১ বলে ২০৩ রানে অপরাজিত আছেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ২১৭ রানে থামে সাকিবের ইনিংস। ২৭৬ বলে ৩১ চারে সাজানো ২১৭ রানের এই ইনিংসের মধ্য দিয়ে সাকিব টপকে যান তামিম ইকবালকে। এখন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সাকিবের। এর আগে তামিমের ২০৬ রান ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগের দিন চার রানে জীবনও পেয়েছিলেন সাকিব। তবে দ্বিতীয় দিন ভয়-ডরহীন ক্রিকেট খেলে এগিয়ে নিলেন দলকে। টিম সাউদির বলে চার মেরে ৮৬ বলে আট চারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেতে খুব বেশি সময় নিলেন না। বাকি ৫০ রান পেতে খেলেছেন ৬৪ বল। নাইল ওয়াগনারের বলে সিঙ্গেলস নিয়ে কিউইদের বিপক্ষে দ্বিতীয় এবং ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরণ করেন সাকিব। এরপর ২৫১ বলে ৩০টি চারের সাহায্যে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এটাই সাকিবের ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগের টেস্ট সেঞ্চুরিটিও সাকিব এই নিউজিল্যান্ডের বিপক্ষেই করেছিলেন ২০১০ সালে। এদিকে, এই ডাবল সেঞ্চুরি করার পথে টেস্ট ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন দেশসেরা এই অলরাউন্ডার। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪তম ক্রিকেটার হিসেবে টেস্টে তিন হাজার রান ও ১৫০ উইকেটের টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবেও নিজের নাম লেখান সাকিব। টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iqFM32
January 13, 2017 at 05:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top