খুশিতে পরীক্ষা দাও, ফল অবশ্যই ভালো হবেঃ প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে চলা পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের অনুষ্ঠানে তুষারধসে মৃত জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে অনুষ্ঠানের সূচনা করলেন তিনি।

এদিনের অনুষ্ঠানে পরীক্ষা এবং পড়াশোনা নিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। পড়ুয়াদের অনুপ্রেরণা জোগাতে এপিজে আবদুল কালাম এবং শচীন তেন্ডুলকরের লড়াইয়ের কথাও তুলে ধরেন তিনি। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘খুশিতে পরীক্ষা দাও, ফল অবশ্যই ভালো হবে। পরীক্ষাতে কোনো সময় নকল করবে না। নকল মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে। পরীক্ষাকে কখনও চাপ হিসেবে নিও না, উত্সবের মতো করে আনন্দ কর। পরীক্ষাতেই জীবন শেষ নয়, সাফল্য-ব্যর্থতা জীবনের অঙ্গ।’ পাশাপাশি, এদিন প্রধানমন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘নিজেদের আশা-আকাঙ্খাকে কখনই পড়ুয়াদের উপর চাপানো ঠিক নয়।’



from Uttarbanga Sambad http://ift.tt/2kGTiBM

January 29, 2017 at 07:07PM
29 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top