প্রবাসী ভারতীয়দের জন্য আরবিআই বাড়ালো নোট বদলের সময়সীমা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল দিল্লিঃ প্রবাসী ভারতীয়দের জন্য রিজার্ভ ব্যংক অফ ইন্ডিয়া অনল সুখবর। বাড়িয়ে দিল নোট বদলের সময়সীমা। পুরনো নোট বদলের সময়সীমা ছিল ৩০ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে সেই সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।

৯ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত যারা দেশের বাইরে ছিলেন তারা পুরনো নোট জমা দিতে পারবেন ৩১ মার্চ পর্যন্ত। আবার যেসব ব্যক্তি চাকরি সূত্রে বা অন্য কোনো কারণে বহুদিন ধরে দেশের বাইরে তারা পুরনো নোট ব্যাংকে জমা দিতে পারবেন ৩০ জুন পর্যন্ত।

যারা ৯ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে ছিলেন নোট বদলের কোনো ঊর্ধসীমা তাদের জন্য কিছু বলা হয়নি। কিন্তু প্রবাসীদের জন্য নোট বদলের ঊর্ধসীমা ২৫ হাজার করে দেওয়া হয়েছে।

কিন্তু এই পরিসেবা পাওয়ার জন্য উপযুক্ত প্রমাণ ও বৈধ পরিচয়পত্র আবশ্যক।

এই পরিসেবা শুধুমাত্র কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই ও নাগপুরের আরবিআই-তে উপলব্ধ। কিন্তু প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশে থাকা কোনো প্রবাসী এই সুবিধা পাবেন না বলে জানানো হয় আরবিআই-এর তরফে।



from Uttarbanga Sambad http://ift.tt/2irOQ62

January 01, 2017 at 07:31PM
01 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top