কলম্বো, ১০ জানুয়ারি- টি-টোয়েন্টি বিশ্বকাপে দু দুবার ফাইনালে উঠেও ট্রফিতে হাত বুলানোর সুযোগ না পাওয়া শ্রীলঙ্কা তাদের আক্ষেপ ঘুচিয়েছিল লাসিথ মালিঙ্গার নেতৃত্বে। ডান-হাতি এই ব্যাতিক্রমি অ্যাকশনের বোলারের নেতৃত্বেই ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের বিশ্বকাপে শিরোপা জিতে লঙ্কানরা; কিন্তু এমনই দুর্ভাগ্য দলটির মালিঙ্গাকে যে দলেই পাচ্ছে না তারা! একের পর এক ইনজুরি এমনভাবে আষ্টে-পৃষ্ঠে বেধেছে মালিঙ্গাকে যে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ফেরার কথা থাকলেও আবারও ছিটকে গেলেন তিনি। ইনজুরির কারণে গত বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মালিঙ্গা। পড়ে অবশ্য সরে দাঁড়ান দল থেকেই। তবে হাড়ের সমস্যা কাটিয়ে গত সেপ্টেম্বরে নেট বোলিংয়ে ফিরেছিলেন। অপেক্ষায় ছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে দলে ফেরার; কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেলেন বিশ্বের অন্যতম সেরা এই ফাস্ট বোলার। উল্লেখ্য, ২০ জানুয়ারি সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে নামবে সফরকারী শ্রীলঙ্কা। আর/১০:১৪/১০ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jzI4ib
January 11, 2017 at 05:00AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন