মুম্বাই, ০৭ জানুয়ারি- অবশেষে পুরোপুরি স্বাধীন মানুষ হিসেবে চলাফেরা করতে পারবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। আগামী ফেব্রুয়ারির ২৭ তারিখে মুম্বাই জঙ্গি হামলার মামলা থেকে তাকে চিরদিনের জন্য রেহাই দেবে মুম্বাইয়ের আদালত। ১৯৯৩ সালে মুম্বাই হামলার সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয়কে ৫ বছরের জেল দেয় আদালত। ৩ বছরের সাজা ভোগ করে গত বছরই সাময়িকভাবে ছাড়া পান মুন্না ভাই। এবার এই মামলা থেকে পুরোপুরি মুক্তি পাচ্ছেন তিনি।মুম্বাইয়ের আদালত আজ এই ঘোষণা দিয়েছেন। জানা যায়, ২৯ জানুয়ারি থেকেই নাকি নিজের নতুন সিনেমার শুটিংয়ের কাজ শুরু করবেন সঞ্জয়। উমঙ্গ কুমারের ভুমি চলচ্চিত্রে তাকে দেখা যাবে একজন বাবার ভূমিকায়। সঞ্জয়-এর মেয়ের চরিত্রে থাকবেন শিভায়ে সিনেমায় অভিনয় করা সায়েসা সাইগলকে। শেষবার তাকে দেখা গিয়েছিলো পুলিশগিরি সিনেমাতে। তার জীবনী নিয়ে এরই মধ্যে সিনেমা তৈরির সব প্রস্তুতি শেষ হয়েছে। সঞ্জয় দত্তের চরিত্রে দেখা যাবে রনবীর কাপুরকে। আর/১০:১৪/০৬ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iJXChM
January 07, 2017 at 06:12AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন