উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ঘোকসাডাঙাঃ মাথাভাঙা ২ ব্লকের পারাডুবি, প্রেমেরডাঙা, ফুলবাড়ি, বড় শৌলমারি সহ বিভিন্ন এলাকায় কম খরচে অধিক লাভের আশায় বেশ কিছু কৃষক ঝুঁকেছে কৃষিকাজ ছেড়ে গাঁজা চাষের দিকে। কোচবিহারের জেলা প্রশাসনের তরফ থেকে হ্যান্ডবিল, পোস্টার ও ব্যানার লাগিয়ে গাঁজা চাষ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি কিছুতেই। এদিকে খবর পেয়েই ঘোকসাডাঙা পুলিশ বিভিন্ন এলাকায় প্রায় চল্লিশ বিঘা জমিতে চাষ করা গাঁজা পুড়িয়ে দেয়। পুলিশ সূত্রের খবর, প্রচার চালিয়েও সচেতন করা যাচ্ছে না মানুষকে। এবছরও বিভিন্ন এলাকায় চাষ হয়েছে গাঁজা। অভিযান অব্যাহত থাকবে। জমির মালিকদের শনাক্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হলে তবেই এই চাষ বন্ধ হতে পারে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
from Uttarbanga Sambad http://ift.tt/2jzvG0P
January 18, 2017 at 11:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন