লাকসামে ল্যাপটপ ও ৪৮টি মোবাইল সেট সহ ২যুবক আটক

লাকসাম প্রতিনিধি ● ২টি ল্যাপটপ ও বিভিন্ন কোম্পানীর ৪৮টি মোবাইল সেট সহ ২ যুবককে আটক করেছে লাকসাম থানা পুলিশ। আটককৃত ফরহাদ হোসেন (২২) লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও বাগীচাপাড়ার হাসানুজ্জামানের ছেলে ও সফিকুল ইসলাম (৩৫) বরিশাল জেলার বানারিপাড়ার মলুহর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

আটকৃত ফরহাদের বিরুদ্ধে পেশাদার চোর হিসাবে জেলার বিভিন্ন উপজেলায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুত্রে জানাযায়, গত বুধবার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও বাগীচাপাড়ার নিজ বাড়ী থেকে ফরহাদ হোসেনকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি মত লাকসাম থানা পুলিশের পিএসআই আলমগীর হোসেন, এএসআই ফরজুল ইসলাম চট্রগ্রাম শহরের বটতলি রেল স্টেশন সংলগ্ন রেয়াজ উদ্দিন বাজার থেকে চোরাইমাল সরবরাহকারী বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার মলুহর গ্রামের সফিকুল ইসলামকে আটক করে।

এসময় তার কাছ থেকে বিভিন্ন স্থানে চোরাইকৃত ২টি ল্যাপটপ, স্যামসাং ও সনি সহ বিভিন্ন কোম্পানীর ৪৮টি মোবাইল ফোন সেট, বেশকিছু চোরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত ফরহাদ হোসেন পেশাদার চোর হিসাবে জেলার সদর দক্ষিন, নাঙ্গলকোট সহ বিভিন্ন উপজেলায় একাধিক মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে পেশাদার চোর ও চুরির মালামাল উদ্ধার আইনে মামলা করে।

লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল-মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

The post লাকসামে ল্যাপটপ ও ৪৮টি মোবাইল সেট সহ ২যুবক আটক appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2inAwNy

January 12, 2017 at 06:59PM
12 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top