রংপুর, ২৩ জানুয়ারি- রংপুর পার্বতীপুরের মেধাবী ছাত্রী খাদিজার দুটি কিডনিই নষ্ট। পিতৃহীন এই কিশোরীর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হবে। এতে দরকার অনেক অর্থের। আর তাই তাকে বাঁচাতে বিনা পারিশ্রমিকে গাইবেন দেশের জনপ্রিয় তিন কণ্ঠশিল্পী। তারা হলেন এফ এ সুমন, কিশোর পলাশ এবং তানজীব সারোয়ার। আগামী ১০ ফেব্রুয়ারি খাদিজার জন্য আয়োজন করা হয়েছে একটি চ্যারিটি কনসার্ট। সেখান থেকে যে অর্থ আসবে তা দিয়ে চিকিৎসা হবে খাদিজার। এফ এ সুমন বলেন, মানবিকতার জায়গাটা অন্যরকম। একটা মেধাবী মেয়েকে বাঁচাতে যতটুকু সম্ভব চেষ্টা করবো। তানজীব বলেন, প্রথমে আমি গাইবো এইরকম কোনো প্ল্যান ছিল না। প্রোগ্রামটা সম্পর্কে জানার পরে আগ্রহ পাই। আসলে এরকম কাজে অবশ্যই মানুষের দাঁড়ানো উচিত। মানবিকতার স্থান থেকেই আমরা পাশে দাঁড়াচ্ছি খাদিজার। খাদিজার জন্য শুভকামনা। জানা গেছে, খাদিজা এখন ঢাকায় অবস্থান করছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এখন চলছে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির চেষ্টা। পূর্বে ডায়ালাইসিস করার কারণে তাকে ভর্তি নেয়া হচ্ছে না। খাদিজাকে সহায়তা পাঠাতে চাইলে বিকাশ নম্বর-০১৭৮৫৪৯৮৩৮৯ পার্বতীপুরের মফস্বলের মেয়ে খাদিজা। প্রকৃত অর্থেই মেধাবী এই মেয়ে এসএসসিতে জিপিএ ফাইভ ও এইচএসসিতে জিপি ৪.৯০। আর/১৭:১৪/২৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kj1808
January 23, 2017 at 11:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top