ডেস্ক, এবার চার পা আর দুই পুরুষাঙ্গ-সহ অদ্ভুত এক শিশুর জন্ম হল। গেলো শনিবার ভোর ৪ টার সময় ভারতের কর্নাটকের বল্লারির স্থানীয় এক হাসপাতালে শিশুটির জন্ম হয়। পরে ওই শিশুটিকে অস্ত্রোপচারের জন্য রায়চরের বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি খুব জটিল হওয়ায় কী ভাবে অস্ত্রোপচার করলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে। তবে ওই শিশুটির পরিবার অস্ত্রোপচারের জন্য প্রথমদিকে রাজি ছিল না।
শিশুটির মা তেইশ বছর বয়সি ললিতাম্মার বিশ্বাস বলেন, সে ঈশ্বরের আশীর্বাদ। অস্ত্রোপচার করা উচিত হবে না। পরে চিকিৎসকেরা তাঁকে বোঝান।
দিভাকর গাড্ডি নামে এক চিকিৎসক জানান, শিশুটির চারটি পা আর দুইটি পুরুষাঙ্গ ছাড়া শরীরের বাকি অংশ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সে কারণে, বিশেষ করে পুরুষাঙ্গে অস্ত্রোপচার করে আলাদা করাটা খুবই জটিল।
শিশুর জন্ম কেন এ রকম হয়?
উত্তরে ওই চিকিৎসক জানান, সাধারণত মনোজাইগোটটিক টুইন অর্থাৎ একই ভ্রুণ থেকে যমজ সন্তান হওয়ার ক্ষেত্রেই এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে একটি বিকাশের একটি দশায় ভ্রুণ দু’ভাগে বিভক্ত হয়ে যায়। এর পর দু’টি আলাদা ভ্রুণ রূপেই তাদের বৃদ্ধি হতে থাকে। আর যমজ সন্তানের জন্ম হয়। কিন্তু দেখা যায় অনেক সময়ই অপুষ্টি বা জিনগত অন্য কোনও কারণে দুটো সন্তানের আলাদা ভাবে বৃদ্ধি হয় না। তখন জোড়া সন্তানের জন্ম হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে।
এই ঘটনা অবশ্য প্রথম নয়। একই দিনে দেশের নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের পশ্চিম চর জব্বর গ্রামের খল্লি ওয়ালাগো বাড়ী ওরফে নুর জামানের বাড়ীতে মাথার খুলি বিহীন এক শিশুর জন্ম হয়।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2joMVP6
January 23, 2017 at 07:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন