বিশ্বনাথে বাসের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

download-95

বিশ্বনাথ (সিলেট ) প্রতিনিধি  :: বিশ্বনাথে বাসের ধাক্কায় ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।গত  সোমবার বিকেল ৫টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী মাহতাবপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম ফারজানা আক্তার (১০)। সে মাহতাবপুর গ্রামের মাসুক মিয়ার মেয়ে ও মাহতাবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছা্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য হেলাল মিয়া।

তিনি জানান, সোমবার বিকেল ৫টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের মাহতাবপুর জামে মসজিদের সম্মুখে সিলেট থেকে সুনামগঞ্জ গামী একটি বাস ফারজানা আক্তারকে ধাক্কা দিলে সে রাস্তার পড়ে যায়। স্থানীয় লোকজন ফারজানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hLsWZy

January 03, 2017 at 07:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top