এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে ৪টি বিশ্ববিদ্যালয়ের চুক্তিস্বাক্ষর

চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (ইবিএইউবি) সাথে সম্প্রতি অষ্ট্রেলিয়া ও মালয়েশিয়ার ৪টি বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর ও আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার মান উন্নয়নে যৌথ উদ্যোগে গবেষণা, শিক্ষক শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ত্বরান্বিত হবে।
এছাড়া যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার, কনফারেন্স, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের সুযোগ সৃষ্টি হয়েছে। চুক্তিতে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স¦াক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবি.এম রাশেদুল হাসান এবং চার্লস স্টার্ট ইউনিভার্সিটির পক্ষে স¦াক্ষর করেন প্রো-ভিসি (ইন্টারন্যাশনাল এডুকেশন এন্ড পার্টনারশীপ) প্রফেসর হিথার ক্যাভান্থ।
এছাড়াও ইবিএইউবি’র সাথে মালয়েশিয়ান তিনটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কুুয়ালালামপুর (ইউনিকেএল), ইন্টারন্যাশনাল সেন্টার  ফর এডুকেশন ইন ইসলামিক ফাইন্যান্স (ইনসেইফ) ও ইন্টারন্যাশনাল  ইসলামিক  ইউনিভার্সিটি  মালেশিয়ার (আইআইইউএম) আলোচনা হয়েছে। ফলপ্রসু আলোচনায় যৌথ শিক্ষা গবেষনা, শিক্ষক-গবেষক বিনিময়, ক্রেডিট ট্রান্সফার, ইন্টারন্যাশনাল কনফারেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা চূক্তি স্বাক্ষরের বিষয়টি প্রাধান্য পায়। আলোচনায় ইবিএইউবি’র  প্রতিনিধিত্ব করেন উপাচার্য প্রফেসর এবি.এম রাশেদুল হাসান। এ সময় ইউনিকেএল’র পক্ষে বিজনেস স্কুলের ডীন প্রফেসর ড. ইব্রাহিম কামাল আবদুল রহমান, প্রফেসর ডাটুক সি মুসা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইনসেইফ’র পক্ষে ডেপুটি প্রেসিডেন্ট একাডেমিক প্রফেসর ডাটুক ড. সৈয়দ ওথমান আলহাবসি, ড. বেলো লাওয়াল ডানবাট্টা ও আইআইইউএম’র পক্ষে সহযোগী অধ্যাপক ড. কুদ্দুসসহ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দূপুরে ইবিএইউবি’র জনসংযোগ বিভাগের এক প্রেসনোটে বিষয়গুলি নিশ্চিত করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2iXomuT

January 19, 2017 at 12:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top