নগদ লেনদেনে বসতে পারে কর, ভাবনা কেন্দ্রের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ নির্দিষ্ট পরিমাণের বেশি নগদে লেনদেন হলেই দিতে হবে কর। ডিজিটাল লেনদেনে আমজনতাকে সড়োগড়ো করতে এমনই পদক্ষেপ নেওয়ার চিন্তাবাবনা করছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি আপাতত আলোচনাস্তরে রয়েছে। সবুজ সংকেত মিললে আসন্ন বাজেটেই এই পদক্ষেপের উল্লেখ করা হতে পারে। অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণের বেশি নগদ তুলতে গেলে তাপানো হতে পারে কর। কালো টাকা সামনে নিয়ে আসার জন্য বিশেষ তদন্তকারী দলের প্রস্তাব ছিল, ৩ লক্ষের বেশি নগদ লেনদেনে এবং হাতে ১৫ লক্ষের বেশি টাকা রাখার উপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে।



from Uttarbanga Sambad http://ift.tt/2ivFQOY

January 14, 2017 at 05:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top