জগন্নাথপুরে উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারনায় সরগরম হয়ে উঠেছে

jagannathpur-picture-05-02-2017

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষনার সাথে সাথেই সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারনায় সরগরম হয়ে উঠেছে উপজেলার পৌর শহরসহ ৮টি ইউনিয়নের হাট বাজার পাড়া মহল্লায়। প্রথম বারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় অন্যান্য দলের প্রার্থীর চাইতে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থীরা দলীয় প্রতীক পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। বড় দুই দলের একাধিক প্রার্থী হওয়ায় স্থানীয় এবং শীর্ষ নেতারা বেকায়দায় পড়েছেন। মুলত: এ উপজেলায় ভোট যুদ্ধ হবে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দী করবেন। নির্বাচনের তফসীল অনুযায়ী দিনক্ষন কম থাকায় ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশীরা তাদের মনোনীত প্রার্থীদের স্বপক্ষে কাজ করতে দেশে ফিরছেন।

এবারের নির্বাচনে ভোটারদের মাঝে পরিবর্তনের হাওয়া বইছে। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, পৌর সভার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মিজানুর রশীদ ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আরশ মিয়া, পাটলী ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ আঙ্গুর মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাদির।

ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগ নেতা বিজন দেব, মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ শেফুল আমীন, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ নেতা শামছুজ্জামান রইছ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লিটন আহমদ তালুকদার, উপজেলা যুবদল নেতা ছায়াদ মিয়া, সুহেল আহমদ খান টুনু, সাংবাদিক শিব্বির আহমদ ওসমানী, যুক্তরাজ্য জমিয়ত নেতা মাওলানা জয়নাল আবেদীন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, সাবেক মহিলা কাউন্সিলর শারমিন আক্তার পারুল, সাবেক ইউপি সদস্যা গীতা রানী দে, চিলাউড়া-হলদিপুর ইউপির সাবেক সদস্যা সালমা বেগম, পৌর শহরের কেশবপুর এলাকার রুপিয়া বেগম। ঘোষিত তফসিল অনুযায়ী ৯ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিল ১০ ফেব্রুয়ারী যাছাই বাছাই ১৭ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার এবং ৬ মার্চ ভোট গ্রহন অনুষ্টিত হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jU82bM

February 06, 2017 at 09:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top