ঢাকা, ২৬ ফেব্রুয়ারি- প্রায় চার বছর পর আবারও শ্রীলঙ্কার মাটিতে দ্বি-পাক্ষীক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সবশেষ ২০১৩ সালে লঙ্কানদের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ দল । সে সময় দলে ছিল কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশান, নুয়ান কুলাসেকারা ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো অভিজ্ঞ অনেক ক্রিকেটার। তবে এখন নেই তাদের সেই অভিজ্ঞরা। সঙ্গত কারণেই স্বাগতিকরা কিছুটা ব্যাকফুটে একথা বলাই যায়। শ্রীলঙ্কা কে হারানোর এটাই কি সবর্ণ সুযোগ? বাংলাদেশ সমর্থকদের বড় অংশের ধারণা এটাই টাইগারদের মোক্ষম সুযোগ। আর এটাকে সুযোগ হিসেবে দেখছেন টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিমও। অভিজ্ঞ প্লেয়ারদের অনুপস্থিতিতে লঙ্কানদের এই পিছিয়ে থাকার ব্যাপারটিকে কাজে লাগিয়ে আসন্ন টেস্ট সিরিজে ভালো কিছু প্রত্যাশা তার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে ২৬ ফেব্রুয়ারি রোববার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিনি জানান, সুযোগতো অবশ্যই। প্রতিটি সিরিজেই সবার জন্য সুযোগ থাকে। ওদের সেরা ক্রিকেটাররা অনেকেই নেই। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও নেই। হয়তো ওরাও চাপে থাকবে এই ভেবে যে, বাংলাদেশ এখন আর আগের সেই অবস্থানে নেই। বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক পরিপক্ক ও আগের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলছে। সেদিক থেকে অবশ্যই সেরা সুযোগ। শ্রীলঙ্কার দলটি নবীন হলেও তারা ঘরের মাটিতে খেলবে বলে জানান মুশফিক। তাই তাদের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে হলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে বলে জানান তিনি। মুশফিক বলেন, তবে এটা নির্ভর করছে আমরা কতটুকু সেরাটা দিতে পারি। আমাদের সেরাটা দিতে পারলে আশা করছি ফলাফল পক্ষেই আসবে। আমরা চেষ্টা করবো। শ্রীলঙ্কায় এবার সেরা সুযোগ বলতে পারেন। সুযোগ তো অবশ্যই। ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে তাল মিলিয়ে সাম্প্রতিক সময়ে টেস্টেও দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর নিউজিল্যান্ড ও ভারতে হারলেও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ উপহার দিতে পারায় প্রশংসাই পায় টাইগাররা। তবে এবার শ্রীলঙ্কা সফরে ভিন্ন ফলাফলের ব্যাপারে আশাবাদী মুশফিক। চার বছর আগে গলের সেই ম্যাচটিও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে মনে করেন অধিনায়ক। পাশাপাশি দলের কোচিং স্টাফদের বেশির ভাগ লঙ্কান হওয়ায় বাড়তি সুবিধা পাবেন বলেও উল্লেখ করেন। এফ/২১:৫৫/২৬ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ldwcyp
February 27, 2017 at 03:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top