রূপচর্চায় থাকুক ঘি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ

১) কিছুতেই কমছে না চোখের কোলের কালি? ঘুমোনোর আগে চোখের পাতায় সামান্য ঘি মাখুন। সকালে ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন। কালি তো কমবেই, বলিরেখাও উধাও হবে।

২) পেট্রোলিয়াম জেলির পরিবর্তে কদিন ঠোঁটে ক-দিন ঘি মাখুন। ফাটা ঠোঁট নিমেষে তুলতুলে ও নরম হবে।

৩) দুবেলা ক্রিম মাখছেন তবুও ত্বক রুক্ষ ও টানটান? অল্প ঘিয়ে জল মিশিয়ে আধঘন্টা মুখে মেকে থাকুন। জল দিয়ে ধুয়ে নিন। শুধু তেলে নয়, ঘিতেও ত্বক তাজা থাকে।

৪) বেসনে অল্প ঘি ও দুধ মিশিয়ে প্যাক বানিয়ে মুখে মাখুন। সপ্তাহে তিনদিন মাখুন এই প্যাক। মিনিট ২০ রেখে ধুয়ে নিন। ত্বকেও বসন্ত আসবে।

৫) সপ্তাহে একদিন চুলের ডগায় ঘি মাখলে ডগা ফাটার সমস্যা থেকে রেহাই পাবেন। আধঘন্টা পর অবশ্যই শ্যাম্পু করে নেবেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2l8vBzv

February 04, 2017 at 11:12PM
04 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top