ব্যাঙ্গালুরু, ২৮ ফেব্রুয়ারি- পুনে টেস্টে দুর্দান্ত জয়ের পর ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া দলে গ্লেন ম্যাক্সওয়েলকে চান দেশটির সাবেক পেসার জেসন গিলেস্পি। বিদেশের মাটিতে ম্যাক্সওয়েলকে খুবই ভালো খেলোয়াড় হিসেবে অভিহিত করেন সাবেক এ তারকা পেসার। পুনে টেস্টে বিরাট কোহলির দলকে ৩৩৩ রানে হারিয়ে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ব্যাঙ্গালুরু টেস্ট খেলতে নামবে সফরকারীরা। গিলেস্পি বলেন, অস্ট্রেলিয়ার একাদশে কোন পরিবর্তন আনবে না। তবে ভারতের মাটিতে ম্যাক্সওয়েল ভালো খেলার ক্ষমতা রাখে। অলরাউন্ডার মিচেল মার্শের পরিবর্তে তাকে খেলানো যায় বলে মনে করেন তিনি, আমার মনে হয় না কোন পরিবর্তন আসবে। তবে একাদশে নিজের জায়গা নিয়ে কিছুটা শংকিত মিচেল মার্শ। কারণ, প্রথম টেস্টে তাকে বোলিং করানো হয়নি এবং তৃতীয় সিমার হিসেবেই সে দলে ছিলো। তবে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে লো-স্কোরিং অবস্থায় ৩১ রান করেছে সে। এমন ইনিংস যথেষ্ট ছিলো। তাই সে একাদশে টিকে যেতে পারে। আক্রমণাত্মক খেলোয়াড় হওয়ায়, ভারতীয় স্পিনারদের ম্যাক্সওয়েল পাল্টা আক্রমণ করতে পারবে বলে মনে করেন গিলেস্পি, ম্যাক্সওয়েল দারুন এক খেলোয়াড়। প্রতিপক্ষ বোলারদের লাইন-লেন্থ ধ্বংস করে দিতে পারদর্শী সে। সে দ্রুতই বোলারদের লেন্থ বুঝতে পারে এবং তার আসল শক্তি ব্যাটিং। আমার মনে হয়, এই উইকেটে সে ভারতীয় স্পিনারদের উপর চড়াও হতে পারবে এবং তার দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে। ২০১২-১৩ মৌসুমে চার ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হবার পর ভারত সফরে আসলো অস্ট্রেলিয়া। ২০১৪-১৫ মৌসুমে দেশের মাটিতে চার ম্যাচের সিরিজে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছিলো অসিরা। ২০০৪ সালের পর ভারতের মাটিতে কোন টেস্ট জিততে পারেনি অস্ট্রেলিয়া এবং এশিয়ার মাটিতে ২০১১ সালে সর্বশেষ টেস্ট জিততে পারে তারা। শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয় করে অস্ট্রেলিয়া। সম্প্রতি এশিয়ার মাটিতে টানা নয় টেস্ট হেরে ভারতের বিপক্ষে খেলতে নামে অস্ট্রেলিয়া। পুনে টেস্ট হেরে যাওয়ায় টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকা এবং দেশের মাটিতে টানা ১৭ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙ্গে যায় ভারতের। পাশাপাশি অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথম হারের স্বাদ পেলেন কোহলি। আগামী ৪ মার্চ থেকে ব্যাঙ্গালুরুতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। এফ/০৯:১২/২৮ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m5v30n
February 28, 2017 at 03:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top