ভ্রমণ নিষেধাজ্ঞা সরাতে ট্রাম্পকে ইরাকের প্রধানমন্ত্রীর অনুরোধ

sইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করে অনুরোধ জানিয়েছেন।

আজ শুক্রবার এক বিবৃতিতে একথা বলা হয়।

গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের স্বাক্ষর করা নির্বাহী আদেশের আওতায় মুসলিমপ্রধান যে সাতটি দেশের নাগরিকদের ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধ করা হয়েছে সেসব দেশের একটি হচ্ছে ইরাক।

তবে মার্কিন প্রেসিডেন্টের এ আদেশের এক সপ্তাহ পর নিম্ন আদালতে এ নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। নিম্ন আদালতের এ আদেশকে চ্যালেঞ্জ করে যে আবেদন করা হয় বৃহস্পতিবার ফেডারেল আপিল আদালতও খারিজ করে দেয়। এরপরও ট্রাম্প তার নির্বাহী আদেশের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্রাম্পকে টেলিফোনের পর এবাদির দফতরের এক বিবৃতিতে বলা হয়, এসময় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ভ্রমনে ইরাকি নাগরিকের অধিকার বিষয়ে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার ওপর বেশি গুরুত্বারোপ করেন।

এতে বলা হয়, এবাদি নির্বাহী নির্দেশে উল্লেখ করা দেশগুলোর তালিকা থেকে ইরাককে বাদ দিতে ট্রাম্পের প্রতি অনুরোধ জানান।

বিবৃতিতে বলা হয়, যতদ্রুত সম্ভব বিষয়টির সমাধান খুঁজে বের করতে ট্রাম্প সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন।

বিবৃতিতে বলা হয়, এবাদি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরো জোরদারে তার ইচ্ছার কথা ব্যক্ত করেন।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kcrdgV

February 10, 2017 at 07:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top