উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ সোমবার জিতু রাই ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে হিনা সিধুর সঙ্গে সোনা তুলে নিয়েছিলেন। সেই সাফল্যের রেশ কাটার আগেই মঙ্গলবার চলতি শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে পিছিয়ে পড়েও ব্রোঞ্জ জিতে নিলেন ভারতের তারকা শুটার জিতু রাই। তিনি ২১৬.৭ পয়েন্ট পেয়েছেন। ২৪০.১ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন জাপানের তোমোউকি মাতসুদা। ২৩৬.৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন ভিয়েতনামের জুয়াং ভিন।
নয়াদিল্লির ডঃ কর্নি সিং শুটিং রেঞ্জে এদিনের শুরুটা একেবারেই ভালো ছিল না জিতুর। ফাইনালে প্রথম পর্যায়ে তিনি সপ্তম স্থানে ছিলেন। সেখান থেকেই ফিরে আসার লড়াইটা শুরু করেন বিশ্বচ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসে রুপোজয়ী জিতু। প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ে তিনি পরপর দুটি ১০.৬ ও ১০ মেরে নিজের উপর তৈরি হওয়া চাপ কিছুটা আলগা করেন। চূড়ান্ত এলিমিনেশন পর্যায়েও নিজের ফর্ম ধরে রাখেন জিতু। একটি সময় ষষ্ঠ স্থানে থাকা এই তারকা শুটার দুটি ১০.৬ ও ৯.৯ মেরে পোডিয়ামে থাকা নিশ্চিত করেন। তাঁর সামনে পদকের রং বদলানোর সুযোগ ছিল। তবে শেষ রাউন্ডে ৮.৬ স্কোর করে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত জিতুকে। জিতু চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় পদক তুলে নিলেও এয়ার পিস্তল ইভেন্টে ভারতের আরও দুই শুটার ওমকার সিং ও আমনপ্রীত সিং যোগ্যতা অর্জনের বাধা টপকাতে পারেননি।
from Uttarbanga Sambad http://ift.tt/2mAciQk
February 28, 2017 at 07:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন