বাস্তবেও তিনি আমাকে স্নেহ করেন: মিম

hমনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে কাজ করছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, ‘এর আগে সব ছবিতে শহরের আধুনিক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সেখানে প্রেম-ভালোবাসাকে কেন্দ্র করে ছিল ছবির গল্প। এবার প্রথমবারের মতো গ্রামের গল্পে, এমন সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করছি।’

ছবিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘অনেক ভালো লাগছে এই ছবিতে কাজ করে। এখানে সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ হচ্ছে। সুন্দর একটি গল্পে ভালো একটি চরিত্র, সঙ্গে পেয়েছি বড় মাপের শিল্পী। আমি এর আগে বাপ্পির সঙ্গে বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি, মৌসুমী আপার সঙ্গেও কাজ করা হয়েছে। ডিপজল ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করছি।’

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ডিপজলের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে মিম বলেন, ‘তিনি মানুষ হিসেবে অনেক ভালো। ডিপজল ভাইয়ের সঙ্গে কাজ করতে খুবই ভালো লাগছে। ছবিতে দেখা যাবে, তিনি আমার দুলাভাই; আমি তার আদরের শ্যালিকা। কিন্তু তিনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন। বাস্তবেও তিনি আমাকে স্নেহ করেন।’

নিজের কাজ সম্পর্কে মিম বলেন, ‘আমি এমনিতে একটু বেছে বেছে কাজ করতে চেষ্টা করি। যখন যে ছবিটাতে কাজ করি, তখন সেটা নিয়ে আশা থাকে। এই ছবিতে পারিবারিক একটি গল্প আছে, পরিচালক মনতাজুর রহমান আকবর, সবকিছু মিলিয়ে একটু বেশি আশা করতেই পারি।’

গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএফডিসিতে ছবির মহরতের মধ্য দিয়ে ছবির শুটিং শুরু হয়। ছবিতে অভিনয় করছেন মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পি ও মিম।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2l2QhHV

February 23, 2017 at 03:55PM
23 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top