হায়দ্রাবাদ, ০৫ ফেব্রুয়ারি- ভারতীয় স্পিনার রবীন্দ্রচন্দন অশ্বিনের সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই বলে জানালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে সাকিব বলেন, অশ্বিনের সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই, আমার মনে হয় তার পাশ থেকেও অনেকটা একইরকম। আমি দলের জয়েই ভূমিকা রাখতে চাই।রবিবার হায়দ্রাবাদে ম্যাচ ভেন্যুতে এক সংবাদমাধ্যমকে একথা বলেন সাকিব। বর্তমানে অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই নম্বরে আছেন সাকিব। তালিকার শীর্ষস্থানে রয়েছেন অশ্বিন। ২০১১ সালের ডিসেম্বরে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে উঠেছিলেন সাকিব। এর পর চার বছর ধরে বেশির ভাগ সময় এখানে ছিল তারই রাজত্ব। মোট ৭৬৭ দিন ছিলেন বিশ্বের শীর্ষ টেস্ট অলরাউন্ডার। এখন আবার অশ্বিন। এজন্যই তাদের আলোচনা ঘুরে ফিরে আসছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। রবিবার ভারত এ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিশ্রামে ছিলেন সাকিব। শুধু অলরাউন্ডারদের র্যাংকিংয়ে নয়, বোলারদের র্যাংকিংয়েও এক নম্বর অশ্বিন। বোলারদের র্যাংকিংয়ে সাকিব ১৪ নম্বরে। এফ/২১:৩৫/০৫ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kfz5Sm
February 06, 2017 at 03:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top