সম্প্রতি পাকিস্তানের এক অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ। অভিযোগ অস্বীকারের পাশাপাশি কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের।
বৃহস্পতিবার পাক পররাষ্ট্র মন্ত্রাণালয়ের তরফে অভিযোগ তোলা হয়, ‘গোপনে পারমাণবিক শহর তৈরি করছে ভারত’।
ভারত-পাকিস্তান শান্তি আলোচনা নিয়ে প্রশ্ন করা হলে, বৃহস্পতিবার পাক পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মুখপাত্র নাফিজ জাকারিয়া বলেন, ”ভারত গোপনে পারমাণবিক শহর তৈরি করছে। যেখানে পরমাণু অস্ত্র লুকিয়ে রাখা হচ্ছে। যা শান্তি আলোচনার বিপরীত।”
এই অভিযোগ নিয়ে বিকাশ স্বরূপ বলেন, ”সম্পূর্ণ ভিত্তিহীন মন্তব্য। সীমান্ত সন্ত্রাসের মূল বিষয়গুলি থেকে নজর ঘোরাতেই এমন মন্তব্য করা হচ্ছে। এই মন্তব্য পাকিস্তানের কল্পনার অংশ। আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া একটি দেশের কাছে এমন মন্তব্য মানায় না।”
পারমাণবিক শক্তির ব্যবহার সম্পর্কে তিনি বলেন, ”ভারত একটি দায়িত্বশীল দেশ। পরমাণু শক্তি ব্যবহার নিয়ে নিজের দায়বদ্ধতা সম্পর্কে ওয়াকিবহল ভারত।”
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kdPFn3
February 11, 2017 at 04:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.