উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কোচবিহারঃ বাড়ির পাশে ক্যারাম বোর্ডে জুয়ার আসরে থেকে চেচামেচির জন্য দুই মেয়ের পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন টাপুরহাট এলাকার এক গৃহবধূ। অভিযোগ, তারপরই ওই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর দু’জনকে গ্রেফতার হলেও আরও দুই অভিযুক্ত এখনও অধরা রয়েছে।
সোমবারের ওই ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই মহিলার পরিবার। এমনকি যে দু’জন গ্রেফতার হয়নি তারা প্রতিনিয়ত মামলা প্রত্যাহারের জন্য তাঁর দুই মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে চলছে। বুধবার পুলিশের কাছে এমনই অভিযোগ জানালেন টাপুরহাটের প্রতিবাদি মহিলা। তাদের সঙ্গে এদিন অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতিক সংগঠনের সদস্যরাও পুলিশ সুপারের দপ্তরে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে। এই সংগঠনের পক্ষ থেকেও ওই ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তি, জুয়া ও মদের আসর বন্ধ করা। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এদিকে, এই ঘটনার দুই অভিযুক্তকে বুধবার আদালতে তোলা হয়। জানা গিয়েছে, বিচারক ওই দুই অভিযুক্তকে ৭ দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের চলতি মাসের ১৪ তারিখে ফের আদালতে তোলা হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2kHSaeq
February 08, 2017 at 09:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন