কলকাতা, ১৮ ফেব্রুয়ারি- মমতার মন্ত্রিসভায় রদবদল হল শনিবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর পেলেন ইন্দ্রনীল সেন। ওই দপ্তরের প্রতিমন্ত্রী হলেন তিনি। পর্যটন দপ্তরের সঙ্গে এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী হলেন অসীমা পাত্র। স্বপন দেবনাথের স্থলাভিষিক্ত হলেন তিনি। মন্ত্রী ছাড়াও সচিব স্তরেও কিছু রদবদল এসেছে এদিন। শিল্প দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পেলেন রাজীব সিনহা। কৃষ্ণ গুপ্তা হলেন তথ্য-প্রযুক্তি সচিব। উপভোক্তা বিষয়ক দপ্তরের সচিবের দায়িত্ব পেলেন তাল্লিন কুমার। সূত্র: সংবাদ প্রতিদিন আর/১০:১৪/১৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kTSk1K
February 19, 2017 at 05:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top