বিশ্বনাথে শিক্ষক পেটানোয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদের মিছিল

pic

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথে নামধারী আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম কর্তৃক শিক্ষক আবুল বাহারকে পেটানোর ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাসহ সর্বমহলে ক্ষোভ আর অসস্তোষ বিরাজ করছে। আওয়ামী লীগ নেতার শাস্থি ও প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও বিকেলে ইউএনও বরাবরে স্মারকলিপি দিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত  প্রায় দুই ঘন্টাব্যাপী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে মানববন্ধন করতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী প্রগতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে বিশ্বনাথের দিকে রওনা দেয়। ৬ কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা সদরের বিশ্বনাথেরগাঁও পৌঁছলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে তাদের শান্ত করেন।
এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক ও বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম।

36963বক্তব্যে তারা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্থির আওতায় আনার প্রতিশ্রুতি দেন। ফলে শিক্ষার্থীরা বিশ্বনাথেরগাঁও ‘বিশ্বনাথ-রামপাশা’ সড়ক থেকে তাদের ব্যারিকেড তুলে নেয় এবং মানববন্ধন না করেই ঘটনাস্থল ত্যাগ করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের লাইব্রেরীতে গাইড বই রাখা নিয়ে প্রধান শিক্ষক ফারুক ইকবাল ও সহকারী শিক্ষক আবুল বাহারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সহকারী শিক্ষক আবুল বাহার প্রধান শিক্ষককে পিটিয়েছেন এমন সংবাদে আ’লীগ নেতা নুরুল ইসলাম প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে শিক্ষক আবুল বাহারকে বেধড়ক কিল, ঘুষি ও থাপ্পড় মারেন। পর দিন বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দেন লাঞ্ছিত শিক্ষক আবুল বাহার। তিনি অভিযোগ করেন, পেটানোর পরও জোরপূর্বক পদত্যাগপত্রে তার স্বাক্ষর নিয়েছেন ওই প্রভাবশালী আ’লীগ নেতা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম বিশঘর গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jHiDXr

February 02, 2017 at 09:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top