সিলেটে আবারও পাথর তোলার সময় মাটিচাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিছানাকান্দি পাথর কোয়ারির বাদেপাশায় তিনজন মাটিচাপা পড়েন।
পুলিশ তাদের নাম-পরিচয় জানাতে পারেনি। গত ২৩ জানুয়ারিও সিলেটে একইভাবে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন গর্ত থেকে রাতের আঁধারে অবৈধভাবে পাথর তুলছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এ সময় মাটি ধসে পড়লে তিন শ্রমিক মারা যান বলে খবর আসে।
“পাথরখেকোরা প্রাণহানির ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শ্রমিকদের লাশ রাতের আঁধারেই সরিয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি বলেন, “আমরা লাশ উদ্ধারে কাজ শুরু করেছি।”
উল্লেখ্য, এর আগে গত ২৩ জানুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলায় একইভাবে গর্ত করে পাথর তোলার সময় মাটিচাপায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2luTMHs
February 10, 2017 at 12:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন