মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি- বই মানুষের সেরা বন্ধু। একটা বই বদলে দিতে পারে একজন মানুষের জীবন। গড়ে দিতে পারে সাফল্যের সিঁড়ি। মানুষের জীবনে বইয়ের অবদান এমনটাই। এর ব্যাতিক্রম নয় ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেটের ভয়ঙ্করতম এই ব্যাটসম্যান এবার বললেন তার জীবনে বইয়ের অবদানের কথা। জানালেন একটি বই কীভাবে বদলে দিয়েছিল তাকে। দেখিয়েছিল সাফল্যের রাস্তা। সম্প্রতি পর পর ৪ সিরিজে ৪টি ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে দিয়েছেন। গত এক বছরের বেশি সময় ধরে রয়েছেন সাফল্যের শীর্ষে। ভারত অধিনায়ক নিজেই জানিয়েছেন তার সাফল্যের নেপথ্যে রয়েছে একটি বই। একটি জীবন কাহিনী। পরমহংস যোগানন্দর অটোবায়োগ্রাফি অফ যোগি কী ভাবে বদলে দিয়েছে তার জীবন সেই গল্প শোনালেন ইনস্টাগ্রামে। I love this book. A must read for all those who are brave enough to let their thoughts and ideologies be challenged. The understanding and implementation of the knowledge in this book will change your whole perspective and life. Believe in the divine and keep marching on doing good deeds 😇#onelove#begrateful#helponeanother A post shared by Virat Kohli (@virat.kohli) on Feb 17, 2017 at 8:08pm PST পোস্টটিতে তিনি লিখেছেন, এটা আমার খুব প্রিয় বই। তাদের সকলেরই এই বই পড়া উচিত যারা নিজের চিন্তা-ভাবনা ও মতাদর্শকেই চ্যালেঞ্জের মুখে ফেলার সাহস রাখে। এই বইটি প়়ড়ার পর, বোঝার পর এবং জীবনে সেই অনুযায়ী চলার পর সবটাই বদলে যাবে। ছোটবেলার কোচ রাজকুমার শর্মা কোহলির উত্থান নিয়ে নানা বক্তব্য রেখেছেন। জানিয়েছেন কী ভাবে ২৮ বছরের ব্যাটসম্যান একজন প্রতিভাবান প্লেয়ার থেকে একজন গ্রেট প্লেয়ার হয়ে উঠলেন। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, কোহালি আমাকে একবার বলেছিল, আমি যদি অধিনায়ক হিসেবে একটা লক্ষ্য স্থির না করি তা হলে কে করব? সারা বিশ্ব যাকে দেখে বিস্মিত সেই মানুষটির পিছনের ছেলেটিকে আমি জানি। জানি কী ভাবে প্রিয় বাটার চিকেন, রোল, ফাস্টফুড খাওয়া ছেড়েছে ও। তিনি আরও বলেন, ও খুব হিসাব করে খাওয়া দাওয়া করে। তাই আমার বাড়িতে এলে ওকে কখনও প্যাকেটের জুস দেওয়া হয় না। তাজা ফলের জুস দিতে হবে অথবা কিছু না। আর/১২:১৪/১৯ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lVVLcr
February 19, 2017 at 06:14AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন