ব্যর্থ প্রশাসন, মুখ্যসচীবের দ্বারস্থ বাগান মালিক

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ বাগান খোলার জন্য স্থানীয় পুলিশ ও প্রশাসন ব্যর্থ হয়েছে। তাদের সেভাবে সহযোগীতা পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে।

শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে বন্ধ শিমূলবাড়ি চা বাগানের ডিরেক্টর মহেন্দ্র বনশাল অভিযোগ করে বলেন, ‘গোর্খা জনমুক্তি মোর্চার স্থানীয় নেত্রী ছিরিং দাহালের নেতৃত্বে বাগানের জমি দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। জমি মাফিয়ারা সক্রিয় হচ্ছে জমি দখলের জন্য। ভয়ে আমরা বাগান যেতে পারছি না।’ তাছাড়াও পুলিশের সহযোগীতাও সেভাবে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন মহেন্দ্রবাবু। সেই কারণে স্থানীয় প্রশাসনের উপর ভরসা হারিয়ে গোটা বিষয়টি জানিয়ে রাজ্যের মুখ্যসচীবকে চিঠিও পাঠিয়েছেন তিনি।

এদিন সাংবাদিক বৈঠকে মহেন্দ্রবাবু ছাড়াও উপস্থিত ছিলেন চা বাগান মালিকদের সংগঠন টিআইপিএ-এর নেতা উদয়ভানু দাস।

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মোর্চা নেত্রী ছিরিং দাহাল। তাঁর পাল্টা অভিযোগ, জোর করে স্থানীয় আদিবাসীদের জমির অধিকার করতে চাইছেন বাগান মালিক।



from Uttarbanga Sambad http://ift.tt/2lVg0Ub

February 17, 2017 at 07:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top