রাশিয়ার বিমান হামলায় তিন তুর্কি সৈন্য নিহত

fসিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় তিন তুর্কি সৈন্য নিহত হয়েছে। ভুলবশত এই হামলা হয়েছে জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
আইএসের কাছ থেকে উত্তর সিরিয়ার আল-বাব নগরী দখলের প্রয়াসে তুর্কি সৈন্যরা সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিচ্ছিল।
তুরস্ক তার সীমান্তবর্তী এলাকা থেকে আইএস এবং কুর্দি যোদ্ধাদের তাড়িয়ে দেয়ার চেষ্টা করছে।
সাম্প্রতিক সময়ে অনেক ব্যাপারেই তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্প্রীতি দেখা যাচ্ছে। বিশেষ করে আইএসকে নির্মূলে উভয় পক্ষই একমত। কিন্তু আসাদবিরোধী বিদ্রোহীদের ব্যাপারে রাশিয়া ও তুরস্ক একে অপরের বিরোধী।

তুর্কি সৈন্যরা আল-বাবের কাছে একটি মোতায়েন ছিল। সেখানেই রুম বিমান হামলা চালায় বলে তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে।
এতে বলা হয়, রাশিয়া চেয়েছিল আইএসের ওপর হামলা চালাতে। কিন্তু বোমা তুর্কি সৈন্যদের ওপর পড়লে তারা নিহত হয়।
এই হামলায় তিন তুর্কি সৈন্য নিহত হওয়া ছাড়াও ১১ তুর্কি সৈন্য আহত হয়।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kwIvc1

February 09, 2017 at 11:59PM
10 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top