উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বাগডোগরাঃ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বাস। রবিবার ৩১ নম্বর জাতীয় সড়কের এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি শিলিগুড়ি থেকে পুরুলিয়া যাচ্ছিল। বিধাননগর পার হয়ে পৌনে পাঁচটা নাগাদ মুরালিগঞ্জে পৌঁছানোর পর চলন্ত বাসেই ইঞ্জিনে আগুন ধরে যায়। আতঙ্কিত যাত্রীরা চিৎকার করতে থাকেন। চালক দ্রুত বাস থামিয়ে দিলে যাত্রীরা প্রাণ বাঁচাতে হুড়মুড়িয়ে নেমে আসেন। তবে অনেকেই সঙ্গের ব্যাগপত্র নিয়ে নামতে পারেননি। একসঙ্গে সবাই বাস থেকে নামার চেষ্টা করায় ঠেলাঠেলিতে অন্তত ১০জন আহত হয়েছেন। আগুনের আঁচও লেগেছে অনেকের গায়ে। তবে সবাই পারলেও একজন বাস থেকে আর নামার সময় পাননি। আগুনে ঝলসে তিনি মারা যান। দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর পর তাঁকে উদ্ধার করে। বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন, আগুনই বা কেন লাগল তার কারণ জানা যায়নি। বাসের চালক পুলিশ হেপাজতে। খালাসির খোঁজ মেলেনি। পুলিশ তদন্ত করছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2kHF5mQ
February 13, 2017 at 12:27AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন