বিচার চেয়ে আইনের দারস্থ খোদ বিচারপতি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ মহকুমা আইনি পরিসেবার দারস্থ হন এবার বিচারক নিজে। অভিযোগ, পাম্প দিয়ে উঠছে ঘোলা জল, হচ্ছে পেটের সমস্যা ও চর্মরোগ। অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে। ঘটনাটি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন বিচারক আবাসনের। চলছে ব্যাপক জলের সমস্যা। পুরো বিষয়টি লিখিত আকারে উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন সিভিল জজ মহম্মদ তারিক ফিরদৌস।

তদন্তকারী সংস্থাকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে পিডব্লিউডির দায়িত্বে বিচারকদের জন্য নতুন আবাসন তৈরি করা হয়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিচারকদের আবাসন হস্তান্তর করা হয়।

বুধবার সকালে দার্জিলিং জেলা লিগাল এইড ফোরামের সম্পাদক অমিত সরকারের নেতৃত্বে একটি দল আবাসনে গিয়ে তদন্ত করে। তিনি বলেন, ‘আবাসনে জলের সমস্যা রয়েছে। এই সংক্রান্ত একটি অভিযোগও জমা পড়েছে মহকুমা আইনি পরিসেবা কর্তৃপক্ষের কাছে। এরপর বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2kqcdRO

February 15, 2017 at 10:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top