মিড ডে মিলের নতুন নির্দেশিকায় বিক্ষোভ শিক্ষক-শিক্ষিকাদের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, হলদিবাড়িঃ মিড ডে মিলের প্রশিক্ষণকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন ব্লক অফিসের আধিকারিক ও শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার হলদিবাড়ি বিডিও অফিসের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক, এসএসকে, আপার ও হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মিড ডে মিল সংক্রান্ত নতুন নির্দেশিকার ভিত্তিতে প্রশিক্ষণের আয়োজন করা হয় হলদিবাড়ি সীমান্ত ভবনে। ওই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, মিড ডে মিল শুরুর আগে টোল ফ্রি নম্বরে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি সম্পর্কে এসএমএস করতে হবে। এছাড়া কোনো স্কুলে মিড ডে মিল রান্না না হলে তার দায় সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকাকে নিতে হবে। এইসব বিষয় নিয়ে শুরু হয় বিতর্ক। দাবি ওঠে, মিড ডে মিলের মহিলারা কোনো কারণে না আসলে তার দায় শিক্ষক-শিক্ষিকারা কেন নেবেন? এছাড়া ছুটির দিনগুলিতে এসএমএসের কোনো দরকার নেই।

এছাড়া আয়োজিত শিবিরে জায়গায় অপ্রতুলতার জন্য অনেকেই যোগ দিতে পারেননি। এই অসুবিধার কথা  শিকার করে হলদিবাড়ির বিডিও তাপস সিংহ জানান এদিনের শিবির বাতিল করে পরবর্তীতে পুনরায় এই শিবিরের আয়োজন করা হবে এবং সমস্ত সুবিধা অসুবিধা বিবেচনা করা হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2lfu8L2

February 07, 2017 at 07:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top