ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীদের নিরংকুশ বিজয়। বিএনপি’র সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুল ইসলাম খান বাচ্চু সহ ৯টি সম্পাদীকিয় পদে ও সদস্য পদে ১২ জন বিজয় লাভ করেছে। এই নিয়ে ২৭টি পদের মধ্যে ২১টি তে বিএনপি বিজয় লাভ করেন।
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে ট্রেজারার পদে মোঃ হাসিবুর রহমান দিদার, সাংস্কৃতিক সম্পাদক পদের আফরোজা ফারহানা অরেঞ্জ ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং সদস্য পদে ৩ জন এই নিয়ে ৬ জন বিজয় লাভ করেন।
তবে সিনিয়ন সহ-সভাপতি পদে বিএনপি রুহুল আমীন এর সাথে সিনিয়ন সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দিতাকারী আওয়ামী লীগের কাজী সাহানারা ইয়াসমিন ১ ভোটের ব্যবধানে হেরে যাওয়ায় তিনি পুনঃরায় ভোট গণনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন।
কমিশন সূত্রে জানা গেছে ওই একটি পদে পুনঃরায় ভোট গণনা হবে।
গত ২২ ও ২৩ ফেব্রুয়ারী তারিখে ২ দিন ব্যাপী ভোটারগণ তাদের ভোট প্রদান করে।
শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকা থেকে ভোর রাত পর্যন্ত ভোট গণনা শেষ হয়। অতঃপর নির্বাচন কমিশন উল্লেখিত ব্যক্তিদেরকে নির্বাচিত ঘোষণা করেন। বিপুল উৎসাহ উদযীপনার মাধ্যমে ঢাকা আইনজীবী সমিতি ২ দিন ব্যাপী ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ১ শত ৯৮ জন এদের ১ম দিন বুধবার ভোট গ্রহন হয় ৩ হাজার ৫ শত ১৮ জন এবং ২য় দিন বৃহস্পতিবার ৫ হাজার ৩ শত ৯২ জন।
২০১৭-১৮ বর্র্ষের কার্যকরী পরিষদের জন্য ২৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।
নির্বাচনে সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন অ্যাডভোকেট মো. আয়ুবুর রহমান।
অন্য দিকে নীল প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন অ্যাডভোকেট মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lFbZFt
February 25, 2017 at 11:45AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন