কুলাউড়ায় দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

 


দেশে সাংবাদিক গুম, হত্যা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে (২ ফেব্র“য়ারি) বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া চৌমোহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা পোষন করে অংশ নেয় সামাজিক কুলাউড়া ইউনাইটেড রয়েল্স ক্লাব।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় একাত্মতা পোষন করে মানববন্ধনে বক্তব্য দেন কমিউনিষ্ট পার্টি মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া উপজেলা জাসদের সভাপতি ময়নুল ইসলাম শামীম, কুলাউড়ার ডাকের বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সৈয়দ আশফাক তানভীর ও মাহফুজ শাকিল, বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, ঊষার আলোর সম্পাদক নোমান আহমদ, পাতাকুড়ির ব্যুরো চীফ এইচডি রুবেল, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ ইউসুফ আহমদ ইমন, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়জুল হক, ইউনাইটেড রয়েল্স ক্লাবের সম্পাদক এমআই মুর্শেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা গত ২৬ জানুয়ারি আধাবেলা হরতাল চলাকালে পুলিশি নির্যাতনের শিকার বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীমসহ অতীতে ঘটে যাওয়া সকল সাংবাদিক নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়াও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা রহস্য দ্রুত উদ্ঘাটনের মাধ্যমে বিচার পক্রিয়া সম্পন্ন করারও দাবী জানান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jGMyil

February 02, 2017 at 06:32PM
02 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top