সিবিএফসি-র মাপকাঠিতে অযোগ্য ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ বড্ড বেশি নারী কেন্দ্রিক। জীবন সম্বন্ধে নারীদের অবাস্তব কল্পনা। অগুনতি অশ্লীল দৃশ্য ও গালিগালাজ। এই যুক্তিতেই সেন্সর বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশনের(সিবিএফসি) কোপে পড়ল ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’। প্রকাশ ঝার প্রযোজনায় এবং অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা, রত্না পাঠক শাহর মত শিল্পীরা।

বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ গোটা বলিউড। নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়াতেও। ছবির নির্মাতা শ্যাম বেনেগাল, পরিচালক ও অভিনেতা ফারবান আখতার, সিবিএফসির সদস্য অশোক পন্ডিত এর তীব্র নিন্দা করেন। তবে সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনি জানিয়েছেন, সিনেমাটি বোর্ডের ছাড়পত্র না পেলেও বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনের দারস্থ হতে পারেন নির্মাতারা।

লিপস্টিক আন্ডার মাই বোরখা সিনেমাটি সমাজের বিভিন্ন স্তরের চারজন মহিলার জীবনের গল্প নিয়ে তৈরি। তাদের স্বাধীনতা এবং তাদের স্বপ্ন পূরণের গল্প৷

ছবিটি টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিট অফ এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছে। মুম্বই চলচ্চিত্র উৎসবে জেন্ডার ইকুয়ালিটিতে অক্সফ্যাম অ্যাওয়ার্ড পেয়েছে। গ্লাসগোতেও শুক্রবার এই ছবি প্রদর্শিত হওয়ার কথা।

এটাই প্রথম নয়, এর আগেও সিবিএফসি নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘হারামখোর’ সিনেমার মুক্তি আটকে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে আইনি পথে এই সিনেমার মুক্তি ঘটে। নির্মাতারা আশাবাদী এই ছবির ক্ষেত্রেও।



from Uttarbanga Sambad http://ift.tt/2mkuAEW

February 24, 2017 at 07:14PM
24 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top