তিন লক্ষ টাকার বেশি লেনদেনে গুনতে হবে জরিমানা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ বাজেটেই ঘোষণা হয়েছিল ১ এপ্রিল থেকে নগদে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। ৩ লক্ষ টাকার বেশি টাকা লেনদেন করতে হলে অনলাইনে অথবা চেকের মাধ্যমে করতে হবে। তা না হলে পড়তে হবে শাস্তির মুখে। তবে কি ধরনের শাস্তি হতে পারে সে বিষয়ে কিছু বলা হয়নি।

রাজস্ব সচিব হামসুখ আধিয়া জানান, ১ এপ্রিলের পর যদি কেউ ৩ লক্ষ টাকার বেশি নগদে লেনদেন করেন, তাহলে সম পরিমাণ টাকাই তাকে জরিমানা দিতে হবে। অর্থাত্ কেউ যদি নগদে ৪ লক্ষ টাকা লেনদেন করেন তবে তাকে ৪ লক্ষ টাকা গুনতে হবে জরিমানা।



from Uttarbanga Sambad http://ift.tt/2l7ilOR

February 05, 2017 at 07:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top