গোপন পরমাণু শহর গড়ছে ভারত, দাবি পাকিস্তানের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ইসলামাবাদঃ উপমহাদেশে আঞ্চলিক শক্তির ভারসাম্য নষ্ট করতে বিস্তর পরমাণু অস্ত্র মজুত করার পাশাপাশি গোপন পরমাণু শহর গড়ছে ভারত। এই দাবি পাকিস্তানের। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে উদ্‌঩বেগ প্রকাশের পাশাপাশি এই মন্তব্যই করেছেন। তিনি বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রের তরফে একাধিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উত্ক্ষেপণ পরীক্ষা সংশ্লিষ্ট অঞ্চলের কৌশলগত ভারসাম্য বিপন্ন করবে। কাশ্মীর নিয়ে পাকিস্তানের ইতিবাচক মনোভাবে সায় দিচ্ছে না দিল্লি। ইসলামাবাদ খোলা মনে শান্তি আলোচনা চালাতে চাইলেও এগিয়ে আসছে না। তাঁর কথায়, ভারতের যুদ্ধং দেহি মনোভাব সংশ্লিষ্ট অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2lxZuJs

February 10, 2017 at 05:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top